Posts

Showing posts from July, 2021

ভোটমুখী তিন রাজ্যে আছড়ে পড়বে কৃষক আন্দোলনের ঢেউ।

Image
  দীপেন্দু চৌধুরী কৃষকরা কি ‘মাওয়ালি’ মানে গুন্ডা? সেই গুন্ডা(পড়ুন আন্দোলনরত কৃষক)দের অধিকারকে সমর্থন করে ২৬ জুলাই রাহুল গাঁধি লাল ট্র্যাক্টর চালিয়ে সংসদে চলে গেলেন? তিন কৃষি আইন বাতিলের জন্য গত আট মাস দিল্লির সীমানায় রাস্তায় বসে যারা আন্দোলন করছে, তাঁদের সমর্থন করে সংসদের সামনে লাল ট্র্যাক্টরের উপরে বসেই রাহুল বলেন, ‘আমরা কৃষকদের বার্তা সংসদে নিয়ে এসেছি। সংসদে এ বিষয়ে আলোচনা করতে দেওয়া হচ্ছে না। তিন কালো আইন প্রত্যাহার করতে হবে। কৃষি আইন দু’তিন জন শিল্পপতিকে ফায়দা পাইয়ে দিতে আনা হয়েছে। কৃষকদের ফায়দার জন্য নয়। সরকার এমন ভাব দেখাচ্ছে, চাষিরা খুবই খুশি। আসলে তাঁদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।‘’ কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেছেন, ‘আমরা গুন্ডা নই। অন্নদাতা।’ গত আটমাস একটানা তিন বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা দিল্লির সীমানায় আন্দোলনে বসে আছেন। করোনা আবহে তারা আজও বসে আছেন। ৫০০-র  বেশি কৃষকের মৃত্যু হয়েছে এই আন্দোলনের সমর্থনে ধর্ণায় বসে। দিল্লির কনকনে শীত, প্রখর গ্রীষ্মে সূর্যের লেলিহান তাপ, করোনার প্রকোপ, পুলিশের লাঠি, সরকারের প্ররোচনা কিছুই দমাতে পারেনি কৃষক আন্দোলনের প্রবাহকে। অনমনীয়

গ্রীক পক্ষীরাজ ভারতীয় তথ্যপ্রযুক্তির উপর ছুটছে

Image
দীপেন্দু চৌধুরী   যত দূর মনে করতে পারছি তারিখটা ১৫ জুলাই হবে। সাংবাদিক বন্ধু চন্দ্র রায় চৌধুরী(নাম পরিবর্তিত)-র ফোন পেলাম। চন্দ্র বলল, এই জান আজ হঠাত আমার অ্যান্ড্রয়েড ফোনের গত কয়েক বছরের ফোন রেকর্ডিং ডিলিট করে দেওয়া হল। প্রশ্ন করেছিলাম, তোমার ফোনের কল রেকর্ডিং তুমি না করলে ডিলিট করবে কে? আর কেনই বা করবে? আমার সমবয়সী বন্ধু হেসে বলেছিল, আধুনিক প্রযুক্তির সঙ্গে কে লড়াই করবে? চন্দ্রের কথা মেনে নিয়েছিলাম। খুব স্বাভাবিক কিন্তু মনে মনে প্রশ্ন করেছিলাম সংবিধানে বাক স্বাধীনতা, ব্যক্তি পরিসরকে মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া আছে। সেই অধিকার থেকে কি আমরা বঞ্চিত হচ্ছি না? আমার মনের কথা কেউ পড়তে পারেনি। কিন্তু ফোনে আড়িপাতার এত বড় কেলঙ্কারির জন্য আমাদের অপেক্ষা করতে হবে কে জানত? ১৯ জুলাইয়ের দেশের সমস্ত প্রভাতি সংবাদপত্রের শিরোনাম ছিল গ্রীক পক্ষীরাজ (পেগাসাস) ভারতীয় তথ্যপ্রযুক্তির উপর দিয়ে ছুটছে। আড়ি পাতার কেলেঙ্কারিতে বিদ্ধ মোদী সরকার। এখনও পর্যন্ত জানা গিয়েছে, পেগাসাস স্পাইওয়্যার ইজরায়েলি সংস্থা এনএসও-র তৈরি সফটওয়্যার। এই সফটওয়্যারের মাধ্যমে যে কোনও দেশের যে কেউ তাঁর শ্ত্রুপক্ষের মোবাইল ফোনে আড়ি পা

আসন পুনর্বিন্যাসই কি নতুন সংসদ ভবনে প্রবেশের সোপান!

Image
দীপেন্দু চৌধুরী  করোনা আবহে কেন্দ্রের ব্যর্থতা চোখে আঙুল দিয়ে কাউকে দেখিয়ে দেওয়ার প্রয়োজন নেই। প্রতিদিন বিরোধী দলের নেতৃত্ব করোনা ইস্যুতে মোদী সরকারকে বিঁধছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে স্বাস্থ্যমন্ত্রিকে পদত্যাগ করতে হয়েছে।সংসদের বাদল অধিবেশনে লোকসভায় সুযোগ না হলেও রাজ্যসভায় করোনা ব্যর্থতা নিয়ে বিরোধীরা কেন্দ্রকে চেপে ধরেছে। ক্রণা বিষয়ক বিভিন্ন তথ্য সহ ডেটা তুলে দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে। করোনার সঙ্গে লড়াই করতে করতে মানুষ ক্লান্ত। কোভিডে মৃত্যু, মৃতের পরিবারের কাছে মৃতদেহ সৎকারের অর্থ নেই। তারা আত্মীয়ের মৃতদেহ গঙ্গা অথবা আঞ্চলিক নদীতে ভাসিয়ে দিতে বাধ্য হচ্ছে। কি মর্মান্তিক দৃশ্য। করোনা মহামারি আমাদের মহাকালের সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সে সব খবর আমরা প্রভাতি সংবাদপত্রে দেখছি। আন্তর্জাতিক স্তরেও ভারত সরকারকে করোনা পরিস্থিতি, বেকারত্ব বা নতুন কর্মসংস্থানের অভাব সহ একাধিক বিষয়ে আগাম সতর্ক করেছে। এবং করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেও করা হচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাঙ্ক ভারত-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিকে ব্যাঙ্কের ঋণ নিয়েও সতর্ক করেছে। করোনা অর্থনীতির সঙ্গে লড়াই করার জন্য শিল্পবান্ধব

মামলা জটে আর কতদিন শিক্ষক নিয়োগ আটকে থাকবে!

Image
দ্বৈপায়ন কবির গত সাত-আট বছর সকালের খবরের কাগজ খুললেই এক কলামের ছোট অথবা তিন কলামের বড় খবর সবার নজরে পড়বে। ‘মামলা জটে ফের আটকে গেল শিক্ষক নিয়োগ’। আমার ব্যক্তিগত অভিঞ্জতায় জানি, সারা রাজ্য জুড়ে গত সাত-আট বছর শিক্ষক নিয়েগে ‘বহু চর্চিত অস্বচ্ছতা’-র কথা। উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে কলকাতা হাইকোর্টে দফায় দফায় মামলা হয়। সেই সমস্ত মামলা এক ফোল্ডারে এনে গত বছরের ডিসেম্বর মাসে নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। সেই খবরের প্রতিবেদন আমরা ‘সপ্তাহ’ পত্রিকায় প্রকাশ করেছিলাম। ১২ জুলাই হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে নতুন করে মামলা হয়েছে। কয়েকজন চাকুরী প্রার্থীর আইনজীবী রুচিরা চট্টোপাধ্যায় জানাচ্ছেন, বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশ ছিল ১০মের মধ্যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু সেই তালিকা প্রকাশ হয় ২১ জুন। তাতেও অস্বচ্ছতার অভিযোগে আবার মামলা হয়। সেই মামালার পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থ

যোগী রাজ্যে পঞ্চায়েত ভোটে গণতন্ত্রের প্রহসন ও তামাশা!

Image
দীপেন্দু চৌধুরী দলিত নিগ্রহ, নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর আক্রমণে দেশের যে রাজ্য শীর্ষে তার নাম নতুন করে বলে দিতে ভারতের সমাজ সচেতন নাগরিক মাত্রেই তার নাম জানেন। জানেন একুশ শতকের দ্বিতীয় দশকের উত্তরপ্রদেশ নামক রাজ্যটির নাম। রামরাজ্যে ‘বাহুবলী’-দের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে উত্তরপ্রদেশ। বিরোধীরা দাবি করছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুশাসনে এই রাজ্য অপরাধের তালিকায় প্রথম সারিতে উঠে এসেছে। যোগী শাসনে একের পর এক দলিত নিগ্রহ, ধর্ষণ, খুনের ঘটনা ঘটেই চলেছে এই রাজ্যে। অনেকটা দু’দশক আগের বিহার রাজ্যের সঙ্গে তুলনা করা চলে। বিশেষত ‘জাতপাত’ প্রসঙ্গে। এখানে গণতান্ত্রিক ভারতের সাধারণতন্ত্রের শাসনের কথা বলা হলেও ‘নাগরিক অধিকার’ কতটা আছে? প্রশ্ন উঠেছে বেশ কিছু দিন আগে থেকেই। যে রাজ্যে সংবাদমাধ্যমের সংবিধান প্রদত্ত ‘চতুর্থ স্তম্ভ’-র অধিকার নেই। সেই রাজ্যের দুষ্কৃতীদের অপরাধ, গৃহ হিংসা, গণপ্রহারে মৃত্যু ইত্যাদি বিষয়ে তদন্ত মূলক খবর, সংবাদমাধ্যম কতটা দায়িত্বের সঙ্গে প্রকাশ করতে পারে? বিষয়টা নিয়ে কিছুদিন আগে নিজের ব্লগের লেখায় প্রশ্ন তুলেছেন বিশিষ্ট সাংবাদিক রবীশ কুমার। উত্তরপ্রদেশে সাংবাদিক নিগ্রহ বি

‘কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও’-য়ের দাবিতে কৃষকরা আজও রাস্তায়

Image
দীপেন্দু চৌধুরী করোনা পরিস্থিতিতেও কৃষকরা কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত সাত মাস যাবৎ দিল্লির সিঙ্ঘু  সীমান্তে অবস্থান বিক্ষোভ করছে। দিল্লির পুলিশের হয়রানি। কেন্দ্রের কৌশলী আমলাতান্ত্রিক চাপ, করোনার প্রথম ঢেউ এই আন্দোলনকে স্তিমিত করতে পারেনি। দ্বিতীয় ঢেঊ আছড়ে পড়ার পরও কৃষকরা ক্লান্তিহীন প্রত্যয়ের সঙ্গে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। গত সাত মাস ধরে তারা টানা এই আন্দোলন করছেন। এই আন্দোলন করতে গিয়ে গত সাত মাসে ৫০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। তবু তিন বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিত সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্বে এই আন্দোলন হচ্ছে। ২৬ জুন করোনা বিধি মেনে মোর্চার নেতৃত্বে ‘কৃষি বাঁচাও গণতন্ত্র বাঁচাও ’- স্লোগানকে সামনে রেখে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ দেখান হয় প্রতিটি রাজ্যের রাজভবনের সামনে। দিল্লিতে উপ রাজ্যপালের প্রতিনিধি বিক্ষোভস্থলে এসে  মোর্চা নেতৃত্বের কাছে থেকে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যায়। দিল্লিতে সংযুক্ত কিসান মোর্চার নেতৃত্ব জানিয়েছে, তারা বিজেপি সরকার বিরোধী প্রচার চালিয়ে যাবে। সামনের বছর উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। সেই নির্বাচনেও কৃষকরা স