Posts

Showing posts from March, 2022

‘অমৃতকাল’-র আলো থেকে বঞ্চিত গ্রামভারত

Image
দীপেন্দু চৌধুরী এক সপ্তাহ আগের কথা। দক্ষিণ কলকাতার শহরতলি অঞ্চলের একটি সেলুনের মালিক কথাটা বলছিলেন। করোনাকালে সব থেকে বেশি ক্ষতি হয়েছে সেলুন ব্যবসার। বছর পয়াতল্লিশের মনোজিত (নাম পরিবর্তিত)-দের পারবারিক ব্যবসা। তিন পুরুষের সেলুনের ব্যবসা। তার কথায়, করোনাআবহে লকডাউনের জন্য বিউটি পার্লার, সেলুন ব্যবসার বিপুল ক্ষতি হয়েছে। সেলুনের অনেক ক্ষৌরকর্মী বংশগত পেশা ছাড়তে বাধ্য হয়েছে অতিমারির সময়ে। লকডাউন বা আংশিক লকডাউন উঠে যেতেই মানুষ রুটি-রুজির সন্ধানে নতুন করে নেমে পড়েছে।সম্প্রতি গ্রামাঞ্চলের সঙ্কুচিত কাজের বাজার এবং সারা দেশের বেকার বাড়ার বিষয়ে একটি সমীক্ষা রিপোর্ট আমাদের সামনে এসেছে।‘সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি’(সিএমআইই)-র সমীক্ষা রিপোর্ট সূত্রে পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে দেশে বেকারত্বের হার গত ছ’মাসের মধ্যে সর্বচ্চো। এই সমীক্ষা রিপোর্ট নির্দিষ্ট ভাবে উল্লেখ করেছে, গ্রামাঞ্চলের কাজের বাজারের অবস্থা অত্যন্ত শোচনীয়। উপদেষ্টা সংস্থার সমীক্ষকদের পর্যবেক্ষণ, করোনা সংক্রান্ত বিধি শিথিল হতেই অর্থনীতির চাকা আবার ঘুরতে শুরু করেছে। সেই কারণেই কাজের বাজারে নতুন উদ্যোমে চাকরি খুঁজ