Posts

Showing posts from March, 2021

সংযুক্ত মোর্চার ইস্তাহারঃ অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আবেদন

Image
দীপেন্দু চৌধুরী      রাজ্যের বিধানসভা নির্বাচনে প্রচারমাধ্যমকে কাজে লাগিয়ে বামেদের সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে বলে দাবি করলেন, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ২৪ মার্চ আলিমুদ্দিন স্ট্রিটে জোট সঙ্গী কংগ্রেস, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ) এবং বামফ্রন্ট নেতাদের পাশে নিয়ে সংযুক্ত মোর্চার তরফে যৌথ আবেদন প্রকাশ করেছেন বিমান বসু। আবেদনে সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে, ‘গণতন্ত্র পুনরুদ্ধার, ধর্মনিরপেক্ষতা রক্ষা, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার গড়তে সংযুক্ত মোর্চাকে জয়ী করুন।’  বামেদের ভোট দিয়ে লাভ নেই, তারা জিততে পারবে না! গত লোকসভা ভোটের সময় থেকেই বামেদের সম্পর্কে এই প্রচার চালানো হচ্ছে। গ্রামে গঞ্জে, পাড়ায়-মহল্লায় এবং সোশ্যাল মিডিয়ায়। বামদের সম্পর্কে এই প্রচার চালাচ্ছে বিজেপির সোশ্যাল মিডিয়া টিম এবং শীর্ষ নেতৃত্ব। সুপরিকল্পিতভাবে এই ধরণের প্রচার করা হচ্ছে। ২০১৯ সালের লোকাসভা নির্বাচনের সময় থেকে বামেদের বিরুদ্ধে বিজেপি প্রচার করছে বলে দাবি করে বিমান বসু বলেছেন, ‘’বামেদের ভোট দিয়ে কী হবে, তারা জিততে পারবে না- এই প্রচার গত লোকসভা ভোটের সময় থেকে শুরু হয়েছে। ‘আগে রাম, পরে বাম’- এমন প্রচারও চালানো হচ্ছে

বিজেপির মারীচপত্র-ইস্তেহার

Image
বিজেপির সোনার বাংলার মারীচপত্র-ইস্তেহার দীপেন্দু চৌধুরী   আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে?                   আদর্শ ছেলে, কুসুমকুমারী দাশ সম্প্রতি একটি বিঞ্জাপন বাংলা, হিন্দি, ইংরেজি বিভিন্ন সংবাদ পত্রের পাতায় নজরে পড়ছে। ওই একই বিঞ্জাপণ  সোশ্যাল মিডিয়াতেও দেখা গেল। বিঞ্জাপণে একজন সাধারণ মহিলার ছবি পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। ছবি দু’টির উপরে লেখা প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী আবাস যোজনায় আমি আমার বাড়ির ছাদ পেয়ে গেছি। ‘নিউজলন্ড্রি’ নামে একটি নিউজ পোর্টালের একজন মহিলা সাংবাদিক বিঞ্জাপণের পত্রিকা হাতে করে সেই মহিলাকে খুঁজে বার করেছেন । যার ছবি দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সংবাদপত্রে প্রকাশ হয়েছে। সাংবাদিকের কাছ থেকে জানা গেল , মহিলার নাম লছমী। লছমীকে সাংবাদিক প্রশ্ন করলেন, ‘এই ছবি আপনার ?’ লছমী বেশ গর্বিত মনে হল। কারণ ‘পেপার মে ফোটো’ এসেছে। লছমী সাংবাদিক দিদির প্রশ্নের উত্তরে বলছেন, ‘আমার ফোটো কখন তুলেছে আমি জানি না। ১৫ ফেব্রুয়ারি আমি বাবুঘাট, সাগরে সাফাইয়ের কাজ করছিলাম। সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘এই ঘর আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় পেয়েছেন?

রাজ্যে প্রাথী তালিকা নিয়ে বিজেপি নেতৃত্বের নাজেহাল অবস্থা

Image
  দীপেন্দু চৌধুরী বলয়ের পার্থক্য নির্বাচন আসতেই হাড়ে হাড়ে টের পাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মূহু মূহু ক্ষোভ আর বিক্ষোভের চাপে প্রার্থী তালিকায় বদল। ‘গো-বলয়’-য়ের মত অঞ্চলে বিজেপি নামক রেজিমেন্টেড দল যে কাজ সহজে হাসিল করতে পারে। পূর্বের অন্যান্য রাজ্যেও যতটা সহজে, ছলে বলে কৌশলে এবং ‘হিন্দুত্ব বলে’ নিজেদের আধিপত্য অতীতে প্রতিষ্ঠিত করতে পেরেছে। ‘বাংলা বলয়’-এ সেটা হচ্ছে না। বিধানসভা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ হতেই পার্থক্য বুঝতে পারছে বিজেপির ভোট কুশলী রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। প্রার্থী তালিকায় একদিকে তৃণমূল কংগ্রেস থেকে আসা ‘দলবদলু’-দের প্রার্থী হিসেবে নাম রয়েছে। পাশাপাশি কিছু ‘নব্য বিজেপি’-দের নাম প্রার্থী তালিকায় দেখা যাচ্ছে। এদের মধ্যে কয়েকজন বাংলা চলচ্চিত্রের তারকা প্রার্থীও আছে। এই ধরণের প্রার্থীদের বাছাই নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে বিজেপি দলে। লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে মুকুল রায় সদলবলে বিজেপিতে যোগদান করেন। বিজেপি নামক দলটি পশ্চিমবঙ্গে আরও সক্রিয় হয়ে উঠেছে সম্প্রতি এক ‘দাদা’ নিজের অনুগামীদের নিয়ে তৃণমূল থেকে বিজেপি দলে যোগ দেওয়ার পরে। তারপর থেকে সংগঠন যেমন

বিজেপিকে আটকাতে আপনারা যাকে মনে করবেন তাঁকে ভোট দেবেনঃ টিকায়েত

Image
  দীপেন্দু চৌধুরী কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় সংযুক্ত কিসান মোর্চার লড়াই চারমাস অতিক্রম করেছে। আরও দীর্ঘ লড়াইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন সংযুক্ত কিসান মোর্চা নেতৃত্ব। আন্দোলন দীর্ঘ হবে সেই কথা মনে রেখে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে সংযুক্ত কিসান মোর্চার সভায় কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘আমাদের আনাজ, রুটি সরকারি গোডাউনে বন্ধ করে রাখতে দেব না। কৃষিতে যেমন বড় বড় ব্যবসায়ীদের আনা হচ্ছে, ঠিক তেমনি সমুদ্রে মাছ ধরার জন্য বড় বড় ব্যবসাদার বাংলায় আসছে। কালা আইন বাতিলের দাবিতে সারা দেশে আন্দোলন গড়ে তুলতে হবে। বিজেপি সরকার দেশকে অম্বানি-আদানির কাছে বিক্রি করতে চাইছে। যতদিন তিন কালা আইন বাতিল না হবে কৃষক বাড়ি যাবে না।’ তিনি ১৩ মার্চ নন্দীগ্রাম কৃষক-মজুর মহাপঞ্চায়েতের সভায় আবেদন করেন, বিজেপিকে একটাও ভোট নয়, বিজেপি হঠাও বাংলা বাঁচাও। নন্দীগ্রামে সভার আগে কলকাতার মেয়ো রোডে কেন্দ্রীয় কৃষি আইন বিরোধী সভা করেন রাকেশ টিকায়েত।      পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারাতে কিসান মোর্চার নেতৃত্ব ১২-১৪ মার্চ তিন দিনের বাংলা সফরে এসে প্রচার কর্মসূচীতে অংশ নিলেন। রাজ্যে