Posts

Showing posts from December, 2021

গ্রামের স্কুলের জন্য শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ না হলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে

Image
  দীপেন্দু চৌধুরী      করোনা অতিমারির সময়ে প্রায় বছর দেড়েক স্কুল বন্ধ ছিল। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারেনি। শিক্ষা ব্যবস্থার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।রাজ্যের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলের শিক্ষকরা অত্যন্ত দুশ্চিন্তায় আছেন। তাঁদের বক্তব্য করোনার সঙ্গে লড়াই করেই শিক্ষাব্যবস্থাকে টিকিয়ে রাখতে হবে। না হলে সমাজব্যবস্থাটাই ভেঙে পড়বে। ছাত্রছাত্রীদের শিক্ষা পরিকাঠামোর থেকে বিচ্ছিন্ন হওয়ায় সমাজে এর ব্যপক প্রভাব পড়বে। এই কারণে স্কুলের ছাত্রছাত্রীরা মানসিকভাবেই অসময়ের অভিঘাতের শিকার। বিশেষত স্কুলে ক্লাস না হওয়া এবং পরীক্ষা না হওয়ার কারণে ছাত্রছাত্রীদের মধ্যে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হলেও করোনাকালের প্রভাব পড়েছে। স্কুলছুট ছাত্রছাত্রীদের সংখ্যাটা দেখলেই বোঝা যায়।অনেকের অভিমত দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য অনেকেরই শৈশব, কৈশোরের অনেকটা সময় হারিয়ে গেল। ইন্ডিয়া ডেভলপমেন্ট রিভিইউ(ইডিআর)নামে একটি সংস্থার সর্বভারতীয় একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, লকডাউন চলাকালীন ৫০% শিশু অত্যন্ত রেগে থাকত। তাঁদের মধ্যে অজানা এক উদ্বেগ কাজ করত। যে কারণে তাঁরা সেই সময়টা অস্থির হয়ে উঠেছিল। সংবাদমাধ্যম দা

ভিটে-মাটি হারা মানুষের পুনর্বাসন ছাড়াই মোদীর উন্নয়ন

Image
দীপেন্দু চৌধুরী  চলতি বছরের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে কর্পোরেট পুঁজির সেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের ঘোষণা করেন। এই ঘোষণার সময় তিনি দক্ষ অভিনেতার মতো ভারতীয় কৃষকদের কাছে  ক্ষমাও চেয়ে নিয়েছেন। নিজের দেওয়া প্রতিশ্রুতি রাখতে শীতকালীন অধিবেশনে কৃষি আইন প্রত্যাহারের বিল পাস করিয়েছেন। গত এক বছর ধরে ভারতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের চাপেই মোদী কর্পোরেট পুঁজির স্বার্থবাহী তিন কৃষি আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। এমনটা বললে খুব কিছু ভুল হবে বলে মনে হয় না। আন্দোলন করতে যাওয়া ৭০০ কৃষকের মৃত্যুর পরেও বিতর্কিত কৃষি আইন নিয়ে মোদী সরকারের কোনও হেলদোল ছিল না। অথচ বছর শেষ হওয়ার আগেই মোদী সরকার কৃষি আইন প্রত্যাহার করছেন। এই সিদ্ধান্ত তিনি নিলেন উত্তরপ্রদেশ, পঞ্জাব সহ পাঁচ রাজ্যের বিধানসভার ভোটকে সামনে রেখে।এমনটাই অভিমত কংগ্রেস, সিপিএম সহ বিরোধী রাজনৈতিক দলগুলির নেতৃত্বের।এবং রাজনৈতিক বিশ্লেষকদের। কৃষকদের পাশে আছেন প্রধানমন্ত্রী মোদী ও তাঁর সরকার এটা যদি মুদ্রার একদিক হয় উল্টো দিকটা একবার উঁকি মেরে দেখি। লোকসভার ভোট হোক অথবা বিধানসভার ভোট, শাসকদলের নেতৃত্ব উন্নয়নের