Posts

Showing posts from May, 2023

লগ্নভাঙা ভোরের চেতনা

Image
  দীপেন্দু চৌধুরী আপনার মেয়েকে এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছেন কেন? মাস্টারমশায়, ভালো পাত্র পাচ্ছি ছেড়ে দিলে হয়? পরে যদি এই পাত্র না পাই! কিন্তু আপনি কী জানেন, মেয়ের বয়স ১৮ বছর না হলে বিয়ে দেওয়া আইনি অপরাধ! অত আইন মেনে কী আমরা চলতে পারি? সংলাপ একুশ শতকের প্রত্যন্ত গ্রাম বাংলার । দক্ষিণ ২৪ পরগণা জেলার একটি হাই স্কুলের একজন শিক্ষক ও তার একজন ছাত্রীর মায়ের। খুব পরিচিত সংলাপ, আমরা কিছুটা ঘষেমেজে পালিশ করে নিয়ে সংবাদের বা প্রতিবেদনের জন্য কাজে লাগাতে পারি। সংবাদমাধ্যমের দায়বদ্ধতা পালন করা হয় । এই সংলাপ স্থান কাল পাত্র বিশেষে প্রায় একই রকমের হবে।কিন্তু বাস্তবটা অস্বীকার করবে কে? আজ থেকে ২৩০ বছর আগে স্ত্রী শিক্ষার কথা যে মহামানব ‘আত্মীয় সভা’-য় বসে ভেবেছিলেন তাঁর উত্তরসূরী আমরা। রাজার রাজা রামমোহন রায়ের গত বছরের ২২ মে ২৫০তম জন্মবর্ষের সূচনা হয়েছে। সমাপ্তি চলতি বছরের ২২ মে। রামমোহন ও তাঁর উত্তরসূরী পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে বিস্তর আনুষ্ঠানিক আলোচনা হচ্ছে। পণ্ডিত বিদ্যাসাগরের ২০০তম জন্মবর্ষ আমরা ২০১৯ সালে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আজ থেকে ২৩০ বছর আগে স্ত্রী শিক্ষার কথা যে মহামানব ‘আত্