Posts

Showing posts from October, 2022

প্রান্তজ্যোতির ঠিকানা রাধানগর

Image
  দীপেন্দু চৌধুরী মানুষ? মানুষ কে চায়? কে-বা চেয়েছে কখনও! আমরা শুধু সংখ্যা চাই, সংখ্যাতীত সংখ্যা জানি কীভাবে রচনা করা যায়। রাজধর্মে, ন্যায়ধর্ম সত্যধর্ম নেই ফুয়েরার শুধু জয়ধর্ম আছে----     শঙ্খ ঘোষ, শারদীয় দেশ, ১৪২২ উৎসব কাকে বলে? ভুলে বসে আছি! না করোনাকালে নয়। প্রায় তিন দশক আপনার বলয়ে বিচ্যুত সামাজিকতায় আমরা থাকি। থাকি বলব না থাকতে বাধ্য হই? কোনটা বললে প্রচলিত সংস্কৃতির অনুমোদন পাওয়া যাবে তাও জানি না। এই ভাবে ঠিক এই ভাবে বলতে বলতে, পরতে পরতে আবৃত্তি করতে করতে আবারও এক যুগ কেটে গেল। মোচড় একটা লেগেছিল ঠিক দশ দশটা বছর আগে।পায়ে হেঁটে পায়ে হেঁটে। এক বাও মেলে না, দো বাও মেলে না গুণতে গুণতে এতটা পথ আসা। তবু বৌদ্ধিক ব্রাহ্মাণ্যতন্ত্রের কঠোর থেকে কঠোরতম নিদান ভাঙতে পারা যায়নি। সম্ভবত এই বছর করোনা উত্তরকালে শুক্লপক্ষে দেবীর বোধনে উত্তরণের আলো ছুঁয়ে যেতে চাইল।টাপুর টুপুর জ্যোৎস্না মাখা শিশিরে ভিজলাম। কৃষ্ণপক্ষেও জোনাকিরা অবগুণ্ঠন খুলে পথের দিশা চিনতে বলল। দিনটা পঞ্চমীর দিন। রাধানগর সার্বজনীন দুর্গোৎসব কমিটির মঞ্চে আমাকে ডেকে নেওয়া হয়েছে।অঘোষিত আপ্যায়ন পেয়ে আমার থতমত অবস্থা। এমনটা জা