Posts

Showing posts from November, 2020

বিজেপি শাসিত রাজ্যে আসছে ‘জেহাদ’ ক্যাবিনেট!

Image
দীপেন্দু চৌধুরী ভারতে কী ‘’erosion of democracy’’   চলছে? কথাটা আমার নয় বলছেন নোম চমস্কি। তিনি অভিযোগ করেছেন, ‘’erosion of democracy’’ in India and the Citizenship Amendment Act (CAA). ৯১ বছরের প্রবীণ অধ্যাপক এবং প্রথম সারির চিন্তাবিদ তথা দার্শনিক নোম চমস্কি । যিনি আমেরিকার পররাষ্ট্রনীতি এবং বর্ণবিদ্বেষ নীতির অন্যতম সমালোচক। ঘটনার সূত্রপাত কয়েক দিন আগে। টাটা গোষ্ঠী স্পনসর করে মুম্বই সাহিত্য উৎসবকে। করোনা কালে এই বছর মুম্বই সাহিত্য উৎসবে আচমকা নোম চমস্কি এবং সাংবাদিক বিজয় প্রসাদের অনলাইন আলোচনা বাতিল হয়ে যায়। ২০ নভেম্বর রাত ন’টার সময় চমস্কির নতুন বই নিয়ে অনলাইন আলোচনা হওয়ার কথা ছিল। সেই আলোচনা বাতিল ঘোষণা করা হয়েছে। মুম্বই সাহিত্য উৎসবের ডিরেক্টর অনিল ধরকর কারণ হিসেবে জানিয়েছেন,  বাকস্বাধীনতাকে সম্মান দিলেও কারও ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্যকে প্রশ্রয় দেওয়া উচিত হবে না। যদিও চমস্কি এবং বিজয় প্রসাদ এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘’কেন আমাদের আলোচনা বাতিল করা হয়েছে, তার কারণ আমরা জানি না। ফলে আমরা কেবল জল্পনা করতে পারি বা প্রশ্ন তুলতে পারি যে এটা সেন্সরশিপ কি না?’’ অনলাইন এই আলোচনা বাতিল করে দ

আমি চে-কাস্ত্রোর ভক্ত প্রতিবাদ আমার রক্তে

Image
দীপেন্দু চৌধুরী   একজন হলেন মার্ক্সবাদী-লেনিনবাদী বিপ্লবী, রাজনীতিবিদ এবং রাষ্ট্রনায়ক। দ্বিতীয়জন ফুটবলের রাজপুত্র, ফুটবল মাঠের ভগবান। সারা বিশ্বের আপামর ফুটবলপ্রেমী মানুষের আরাধ্য দেবতার সম্মান পেয়ছেন তিনি। প্রথমজন ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো। দ্বিতীয়জন দিয়েগো আর্মান্দো মারাদোনা। এই দু’জনের সম্পর্ক ছিল ভিন্ন খাতের। ফুটবল এবং রাজনীতির উর্ধে আরও এক নতুন অধ্যায় লেখা হয়েছে দু’জনের সম্পর্কে। বুধবার (২৫ নভেম্বর) রাত দশটার সময় যখন হোয়াটসঅ্যাপ মেসেজে জানতে পারলাম মারাদোনা মারা গেছেন ঠিক বিশ্বাস করতে পারিনি। বিশ্বাস করতে চাইছিলামও না। আমার স্বপ্নের ফুটবলার মারাদোনা নেই । এটা ভাবতে কেমন যেন একটা আত্মীয় বিয়োগের মতো মনে হচ্ছিল। তাই বিশ্বাস করতে চাইছিলাম না। বিভিন্ন সূত্রে যোগাযোগ করে খবরের সত্যতা যাচাই করে তবে মেনে নিয়েছিলাম। ৬০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে বিশ্ব ফুটবলের মহানায়ক, বিশ্ব ফুটবলের কিংবদন্তি মারাদোনা চলে গেলেন ।       আমাদের ছোটবেলায় আমরা বড়লোকের খেলা ক্রিকেট সম্পর্কে বিশেষ আগ্রহী ছিলাম না। কিন্তু একটা বল নিয়ে খালি পায়ে ২২ জন খেলোয়াড় ফুটবল খেলতে পারে । সেই খেলা নিজে যেমন অপটু অভ্যাসে

বিহার নির্বাচনঃ ইভিএম ব্যবহার নিয়ে প্রশ্নের মুখে কমিশন

Image
  দীপেন্দু চৌধুরী হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিহার ভোট টানটান উত্তেজনার মধ্যে শেষ হয়েছে। সপ্তম বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন নীতিশ কুমার। সঙ্গে দু’জন উপমুখ্যমন্ত্রী। এনডিএ জোটে বিজেপির থেকে ৩১ টি আসন কম পেয়েও বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন নীতিশ। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, এনডিএ-র ছোট শরিক হয়ে এই আসন তাঁর কাছে কাঁটার আসন। ২০২০-র বিধানসভায় শুরু থেকেই বড় শরিক বিজেপির চাপের কাছে মাথা নোয়াতে হচ্ছে তাঁকে। এই বিষয়টা যদি এনডিএ জোটের আভ্যন্তরীণ ঝড় হয় তার থেকেও বড় তুফান অপেক্ষা করছে বিধানসভার বাইরে। বিহার ভোটে ইভিএম কারচুপির অভিযোগে আরজেডির কর্মী সমর্থকরা ইতিমধ্যেই স্বতঃস্ফুর্তভাবে পাটনা সহ বিভিন্ন শহরে রাস্তায় নেমে পড়েছেন। মিছিল করে প্রতিবাদ চলছে। সেই সব প্রতিবাদ মিছিলের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তী আন্দোলনের চেতাবনী দিয়ে রেখেছেন তেজস্বী যাদব। আগামী বছরের জানুয়ারি মাস থেকে ইভিএম কারচুপির অভিযোগে সারা দেশব্যাপী আন্দোনের প্রস্তুতি নিচ্ছে মহগঠবন্ধন। বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই মহাগঠবন্ধন জোটের নেতা হিসেবে তেজস্বী যাদব অভিযোগ করেন, প্রশাসনের আধিকারিকদের ক

ভারতে মনুবাদী রাজনীতির নতুন অধ্যায়

Image
দীপেন্দু চৌধুরী  চলতি বছরের ৪ অগস্ট পান্ডুয়ার তিয়া সংলগ্ন মোড়ে লোকনায়ক সিধু এবং কানহুর কংক্রিটের তৈরি মূর্তির হাতে ধরা কুড়ুল, হাতের আঙুল কে বা কারা এসে ভেঙে দিয়ে চলে যায়। পায়েও ফাটল দেখা যায়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় আদিবাসী মানুষ রাস্তা অবরোধ করে। ঘণ্টা দেড়েক অবরোধ চলে। পুলিশ তদন্তের প্রতিশ্রুতি দিলে তবে অবরোধ ওঠে।  উল্লেখিত ঘটনাটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। একদিকে আদিবাসী সমাজের রাষ্ট্রনায়কদের মূর্তি ভেঙে আদিবাসী সমাজকে ভয় দেখাতে চাইছে । নির্দিষ্ট একটি মনুবাদী  রাজনৈতিক দল। সম্ভবত  তারা নিজেদের সমর্থকদের কাছেও হিন্দুত্ববাদী রাজনীতির বার্তা দিতে চাইছে । আবার পাশাপাশি আদিবাসী সমাজের কাছে গ্রহণযোগ্যতার প্রয়োজনে আদিবাসী নেতা বীরসা মুন্ডার মূর্তিতে মালা দিতে ছোটেন ওই দলের নেতারা । সম্প্রতি এমনই একটি অভিঞ্জতা হল পশ্চিমবঙ্গের মানুষের। বিজেপি নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৫ নভেম্বর গিয়েছিলেন বীরসা মুন্ডার মূর্তিতে মালা পরাতে। বীরসা মুন্ডার মূর্তিতে মালা দেওয়ার আগে রাজ্য বিজেপির নেতৃত্ব হোম ওয়ার্কটুকুও করেননি। ফলে মূর্তি নিয়ে উঠেছে বিতর্ক। দৃশ্য-১, নভেম্বরের ৫ তারিখ বাঁকুড়ার পোয়াবাগানে

ন্যায়ের সন্ধানে গণমাধ্যমের আমিও একজন

Image
দ্বৈপায়ন কবির    ‘জেন্টলম্যান ক্লাব’-র কথা কতজন জানেন? আমিও কি আগে জানতাম? বছর দশেক আগে সামাজিক মাধ্যমের সংস্পর্শে এসে জানতে পারি। জেন্টলম্যান ক্লাবের সদস্য হওয়ার অধিকার বা যোগ্যতা সকলের থাকে না। অদৃশ্য এই অভিজাত ক্লাবের সদস্য হতে গেলে বৃহৎ কোনও সংবাদ গোষ্ঠীর মালিক, সম্পাদক, প্রকাশক, সর্বভারতীয় টিভি চ্যানেলের সঞ্চালক অথবা সর্বভারতীয় সাংবাদিক হতে হবে। এবং সেই সঙ্গে অদৃশ্য কয়েকটি গুণ থাকেত হবে। তথকথিত অভিজাত এক সংস্কৃতির প্রেক্ষাপটে নিজেকে সমর্পণ করে দিতে পারলে তবেই ‘জেন্টলম্যান ক্লাব’-র সদস্যপদ পাওয়া যায়। এই ক্লাবের সদস্য হওয়ার অধিকার শুধুমাত্র সংবাদ মাধ্যমের প্রতিনিধির আছে এমনটা নয় । কর্পোরেট জগতের প্রথম ও দ্বিতীয়শ্রেণীর পদস্থ কর্মীরও আছে। তবে শর্ত অদৃশ্য ওই সব গুণ থাকতে হবে। তবেই বহুজাতিক সংস্থার পদস্থকর্মী জেন্টলম্যান ক্লাবের সদস্যপদ পাবেন।   সম্প্রতি ভারতেবর্ষের একটি সর্বভারতীয় এবং প্রথমশ্রেণীর সংবাদমাধ্যমকে কেন্দ্র করে বিতর্ক শুর হয়েছে। সর্বভারতীয় সংবাদমাধ্যম গোষ্ঠীর নাম ‘এআরজি আউটলায়ার’। যাদের জনপ্রিয় সর্বভারতীয় চ্যানেল হচ্ছে, ‘রিপাবলিক টিভি’ । এই গোষ্ঠীর বিরুদ্ধে টিআরপি কেলেঙ্