Posts

Showing posts from June, 2023

পদ্মাসেতুর অর্থনীতি ও বাংলাদেশ

Image
  দীপেন্দু চৌধুরী সময়ের কাছ থেকে যদি কিছু নিতে চায় বিহ্বল মানুষ পাখি ও নির্ঝর প্রীতি সংস্কৃতির থেকে চেয়ে নিক ঘাসের তরঙ্গ-রোদ-বেঁচে থাকা...... জীবনানন্দ দাশ বক্সিগঞ্জের পদ্মাপারে আজও বংশীবদন গরুর গাড়ি চালায় কিনা জানা নেই । অবিভক্ত বাংলার গ্রাম নিয়ে কবিতা লিখেছিলেন রবী ঠাকুর ।   দেশভাগ এক আকাশের নিচে অখন্ড আবেগঘন সম্প্রীতির বাংলার সীমানা আলাদা করে দিয়েছিল । জাত - ধর্ম , সম্প্রদায়ের আগলে চিহ্নিত করে । নতুন করে নামকরণ হয়েছিল পূর্ববঙ্গের । ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি নতুন এবং দরিদ্রতম রাষ্ট্র হিসেবে জন্ম হয় বাংলাদেশের । নদীমাতৃক স্বাধীন বাংলাদেশে আজও যেমন গ্রাম আছে । গরুর গাড়িও আছে । মুজতবা আলীর রসিক ‘ কুট্টি ’ রিক্সাচালকরা ঢাকা শহরে আজও রিক্সা চালায় ।   ঢাকার রাস্তায় নিয়ন আলো , বহুতল অভিজাত বাড়ি, প্রয়ঃপ্রণালী ব্যবস্থা , এক অর্থে সার্বিক পরিকাঠামো আর উত্তর আধুনিক সভ্যতার মানদন্ডে আজ সেই শহর আন্তর্জাতিক । ১৯৭১ সালে স্বাধীনতার পরে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কাঠামোগত সংস্কারের প্রয়