Posts

Showing posts from September, 2020

মৃত্যু মিছিলের নিঃশব্দ উচ্চারণ আজও শোনা যায়

Image
দীপেন্দু চৌধুরী হোক পোড়া বাসি ভেজাল মেশানো রুটি তবু তো জঠরে বহ্নি নেবানো খাঁটি এ এক মন্ত্র! রুটি দাও, রুটি দাও, বদলে যা ইচ্ছে নিয়ে যাওঃ (রুটি দাও, বীরেন্দ্র চট্টোপাধ্যায়) সরকার আছে কিন্তু সরকারের নায়েব নেই ভারত নামক একটি দেশে। তথ্য জানার অধিকার আইন আছে কিন্তু তথ্য রাখার দফতর নেই! এরকম ধারণা করাটা কি খুব কিছু ভুল হবে? লকডাউনে কাজ খুঁইয়ে কত জন পরিযায়ী শ্রমিক রাস্তাতেই মারা গিয়েছেন, সেই হিসেব কেন্দ্রীয় সরকারের কাছে নেই বলে সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্র। প্রায় ছ মাস পরে সংসদে অধিবেশনের প্রথম দিন ১৪ সেপ্টেম্বর লোকসভায় পরিযায়ী শ্রমিকদের বিষয়ে বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় শ্রমমন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারকে। মোদী সরকারের শ্রমমন্ত্রক জানেই না লকডাউনের কারণে কতজন পরিযায়ী (প্রবাসী) শ্রমিকের মৃত্যু হয়েছে। কতজন শ্রমিক কাজ হারিয়ে বাড়ি ফেরার তাগিদে বাধ্য হয়ে প্রখর রোদে, গরমে রাস্তায় হাঁটতে শুরু করে। এটা আমাদের দুর্ভাগ্য। কেন্দ্র লক্ষ লক্ষ গ্রামীণ মেহনতী পরিযায়ী শ্রমিকদের কথা ভাবতেই আগ্রহী নয়। এই সব পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে অর্ধাহারে, অনাহারে এবং থাকার জায়গার অভাবে বাধ্য হ

গর্বের প্রযুক্তির ভারতে বঞ্চনার শিক্ষা

Image
দীপেন্দু চৌধুরী ‘ডিজিটাল ভারত’ গর্বের ভারত। উচ্চ শিক্ষায় আলোকপ্রাপ্ত ভারত। তথ্যপ্রযুক্তি শিল্পে ভারতের অবস্থান গর্ব করার মতো বিষয়। তথ্যপ্রযুক্তি শিল্পে নিযুক্ত ভারতীয় দক্ষ কর্মীদের চাহিদাও সারা বিশ্বে তুঙ্গে। প্রচার মাধ্যমের ঢক্কানিনাদ আমাদের সামনে এক উজ্জ্বল ভারতের কথা শোনালেও আসল ছবি আমরা জানতে পারলাম কিছুদিন আগে। করোনা ভাইরাসের থাবা আমাদের সমাজকে ভেঙে সত্য তথা বাস্তবের স্তরগুলোকে নতুন করে চিনতে শেখাচ্ছে। অতিমারির কারণে প্রায় ছমাস সমস্ত রকমের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ। কিছুদিন আগে প্রকাশিত হয়েছে পরিসংখ্যান মন্ত্রকের  জাতীয় নমুনা সমীক্ষা। সমীক্ষা রিপোর্ট থেকে জানা গেল, সারা দেশে সাক্ষরতার হার ৭৭.৭ শতাংশ। এই হারের মধ্যেই আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে, পুরুষ ৮৪.৭ শতাংশ এবং মহিলা ৭০.৩ শতাংশ। সর্বমোট সাক্ষরতা হারের মধ্যে। চলতি বছরের পরিসংখ্যান আমরা আলোচনায় উল্লেখ করলাম। একটু পিছনের দিকে তাকান যাক। ২০১১ সালে একটি সমীক্ষার তালিকা প্রকাশ হয়েছিল। ওইসিডি-র আর্থিক সহায়তায় ‘পিসা’ নামক একটি সমীক্ষা  সংস্থা তালিকাটি প্রকাশ করে। সেই সমীক্ষা তালিকায় দু’তিনটি বিষয়ে সমীক্ষা চালান হয়েছিল। ১) সারা ব

কলকাতায় যারা মৌন মিছিলে হেঁটেছিল

Image
দীপেন্দু চৌধুরী করোনা নামক ভাইরাস বিশ্ব সভ্যতাকে যে ভাবে আক্রমণ করেছে তার থেকে আমরা কেউ রেহাই পাইনি। জাতীয় ক্রাইম রেকর্ডস বুরো ২০১৯ সালের পরিসংখ্যান বলছে, ভারতে কৃষি ক্ষেত্রে গত এক বছরে আত্মহত্যা করেছেন ১০, ২৮১ জন। ২০১৯-২০ আর্থিক বছরের যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্ট থেকে পাওয়া যাচ্ছে, এক বছরে ভারতে ৩২, ৫৬৩ জন দিনমজুর আত্মহত্যা করেছেন। শতাংশের হিসেবে ২৩.৪ শতাংশ। আমাদের এই দেশ বহুজাতিক বাসভূমি। সংবিধান বিশেষঞ্জরা বলছেন, একটি রাষ্ট্রসংঘ। অনেক আলোচনাতেই এসেছে গ্রাম ভারত আর শহর ভারত দু’টি আলাদা রাষ্ট্র। ভারত এবং ইন্ডিয়া আলাদা আলাদা পরিচিতি নিয়ে গড়ে উঠেছে অথবা গড়ে তোলা হয়েছে। ২০১১ সালের সেনসাস রিপোর্ট থেকে পাওয়া তথ্য ‘গ্রাম ভারত’-এ দেশের ৭৩.৪৪ শতাংশ পরিবার বসবাস করেন। উল্টোদিকে ‘শহর ইন্ডিয়া’-য় থাকেন বাকি ২৬.৫৬ শতাংশ। প্রযুক্তির উন্নয়নের কারণে শহর ভারতের খবর আমরা দ্রুততার সঙ্গে পেলেও গ্রাম ভারতের সম্পূর্ণ চিত্র আমাদের সামনে সঠিকভাবে আসে না। সামাজিক মাধ্যমের রমরমার সময়েও অপ্রতুল ইন্টারনেট ব্যবস্থার কারণে গণমাধ্যমেও গ্রাম ভারতের খবর উঠে আসে না। গ্রাম ভারতের ৮৮.৪ কোটি জনসংখ্যার ৩৫.৭৩ শতাংশ