Posts

Showing posts from February, 2022

সাহিত্য-সংস্কৃতি সাধনায় সীমান্ত ভাঙা প্রাঙ্গণ

Image
দীপেন্দু চৌধুরী নতুন শতাব্দীর শুরুতে বাঙালি আতঙ্কিত হয়ে উঠেছিল। বিদ্বজ্জনসভায় আড্ডা দেওয়ার সুবাদে আমাদের মনে আছে,  একুশ শতাব্দীর প্রথম দশকে বাঙালির সংস্কৃতিকে বাঁচিয়ে তোলার একটা হুজুগ এসেছিল।গত কয়েক দশক থেকেই ইংরেজি আর হিন্দির সমবেত চাপ বাঙালি সংস্কৃতির উপর চেপে বসেছে।এমনটা অনুযোগ শোনা যেত। সেই আবহ থেকে বেরতে বাংলা তথা বাঙালি নতুন করে জেগে উঠতে চাইছে।বাঙালি সংস্কৃতি বাঁচিয়ে তোলার সদিচ্ছাকে আমরাও স্বাগত জানাচ্ছি।সাহিত্য, সংস্কৃতি কৃষ্টির সাধনায় মননশীল বাঙালি হিসেবে, এই দায়িত্ব আমাদের উপর এসেও বর্তায়।বর্তমান সময়ে আমরা বিশ্বজনীন বাঙালি সংস্কৃতির সঙ্গে যাপন করছি। সেই সংস্কৃতি তৈরি হয়েছে গত দেড়শো বছরের বাঙালি সংস্কৃতির ধারাবাহিকতার ঠাসবুনোট ঐতিহ্য মেনেই।সমাজতত্ববিদরা বলছেন, প্রধানত শিক্ষিত মধ্যবিত্তের উদ্যোগেই এই সংস্কৃতির আবাহন হয়েছিল। গত দেড়শো বছরে গড়ে ওঠা এই সংস্কৃতির পিছনে ছিল আধুনিকতার বাঁধভাঙা তাগিদ। সাহায্য করেছিল জাতীয়তাবাদী আন্দোলন আর ইংরেজি শিক্ষা। সমাজতত্ববিদদের দাবি, প্রাক-আধুনিক সমাজে অভিজাত আর নিম্নবর্গের মধ্যে সম্পর্কের অভিঘাত ছিল। বিস্তর ফারাক ছিল মার্গ সঙ্গীত, ধ্রুপদী সাহিত

‘ভাষা সন্ত্রাস’-র পরেও হাল ছাড়তে রাজি নন গানওয়ালা

Image
দীপেন্দু চৌধুরী কী হবে সে কবিতা দিয়ে, দুনিয়া জাগাতে পারে না যা? কী হবে জলভরা সে চোখ দিয়ে, তা যদি ভাসাতে না পারে গোটা শহরকে’’ ফয়েজ আহমেদ ফয়েজ                                                                                                                                                                                                                                                                                                                                                                          ‘আপনাদের যেমন প্রশ্ন করার অধিকার আছে, আমারও উত্তর না দেওয়ার অধিকার আছে।কেন্দ্রীয় সরকার কি আপনাদের প্রশ্নের উত্তর দেয়?’কথাগুলি বলেন কবীর সুমন।১ ফেব্রুয়ারি কলকাতার বৈষ্ণবঘাটায় নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তিনি এই কথা বলেন।একটি লিখিত বক্তব্য সাংবাদিকদের সামনে পড়ে শোনান জনপ্রিয় সঙ্গীত শিল্পী। সেই বিবৃতির মূল বক্তব্য, তিনি জানতেন না তাঁর বক্তব্য রেকর্ড করা হচ্ছে।তাঁর অভিযোগ এটা করা কি উচিত? স্বাধীন গণতান্ত্রিক একটি দেশে? আমার অনুমতি না নিয়েই আমার বক্তব্য কেন রেকর্ড করা হবে? সাংবাদিকদের দিকে প

মননশীল আত্মীয়তায় ওদের পাশে আমরাও থাকতে চাই

Image
  দীপেন্দু চৌধুরী স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি একবার তোমাকে। ভিখারী-মায়ের শিশু, কলকাতার যীশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্রবলে থামিয়ে দিয়েছ। কলকাতার যীশু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী (১৯২৪) আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করতে যাচ্ছি। আর ‘কলকাতার যীশু’ কবিতাটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লিখেছিলেন ১৯২৪ সালে। সময়ের আবর্তে প্রায় ৯৮ বছর পেরিয়ে এসে আমরা জানতে চাই ভারতের শিশুরা কেমন আছে? নিজের কাছে, নিজেদের কাছে জানতে চাইলে মনটা কেমন জানি না আঁতকে ওঠে।সর্বভারতীয় একটি সমীক্ষা থেকে জানা যাচ্ছে, করোনা অতিমারির কারণে লকডাউন চলাকালীন ৫০শতাংশ শিশু অত্যন্ত রেগে থাকত।তাঁদের মধ্যে অজানা এক উদ্বেগ কাজ করত। যে কারণে তাঁরা সেই সময়টা অস্থির হয়ে উঠত। সংবাদ মাধ্যম দাবি করছে, তাঁরা অচেনা করোনা ভাইরাসকে ভয় পাচ্ছিল।অনভ্যস্ত অনলাইন ক্লাস করার ক্ষেত্রেও এক ধরণের ক্রোধজনিত অস্থিরতা কাজ করছিল ওদের মধ্যে। এই কারণে শিশুর মনে ভয়ানক চাপ তৈরি হয়। অভিভাবকদের অভিঞ্জতা ওই সময়কালে শিশুরা গার্হস্থ হিংসার শিকার হয়। স্কুল, কলেজ বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার জন্য ৩২০ মিলিয়ন ছাত্রছাত্রী করোনা আবহে

উত্তরপ্রদেশে বিজেপির হিন্দুত্বের রথের চাকা আটকে যেতে পারে!

Image
দীপেন্দু চৌধুরী দেশের সাংসদ সংখ্যার নিরিখে যে রাজ্য সব থেকে বড়, গত পাঁচ বছর সেই রাজ্যের প্রশাসনিক নিয়ন্ত্রণে আছেন সঙ্ঘ পরিবারের পোস্টারবয় যোগী আদিত্যনাথ।হিন্দুত্ববাদী দল বিজেপির ‘ছোটা হিন্দু সম্রাট’ যোগী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই হিন্দুত্ববাদের প্রচার-প্রসারের মসিহা হয়ে উঠেছেন। মেরুকরণের সব পথ খুলে দিয়ে নাগপুরের প্রিয় ছাত্রের সার্টিফিকেটও আদায় করতে সক্ষম হয়েছেন তিনি।কিন্তু রাজ্যে ভোটের দামামা বাজতেই রেজিমেন্টেড পার্টি বিজেপির রথের চাকা সম্প্রতি ধাক্কা খেল।রাজনৈতিক পর্যটনের রাজ্য উত্তরপ্রদেশে জোর টক্কর খেল যোগী সরকার।যোগীর মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন তিনজন মন্ত্রী ও ১৩ জন বিজেপি বিধায়ক।মন্ত্রিসভার তিনজন পদত্যাগী মন্ত্রী ইতিমধ্যে সপাতে যোগ দিয়েছেন।১৩ জন বিধায়কও সমাজবাদী পার্টিতে সম্ভবত যোগ দিয়েছেন। রাজ্যের শ্রম, কর্মসংস্থান এবং সমন্বয়মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য।তিনি বিজেপির অন্যান্য অনগ্রসর শ্রেণির অন্যতম দলিত নেতা।প্রান্তিক শ্রেণির মানুষদের চূড়ান্ত অবহেলার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন মৌর্য।তাঁর দলবল নিয়ে তিনি সমাজবাদী পার্টিতে ইতিমধ্যেই যোগ দিয়েছেন।স্বামী