Posts

Showing posts from February, 2021

‘আমি নয়- আমরা’ এক যুগ আগের স্লোগান আজও প্রাসঙ্গিক

Image
দীপেন্দু চৌধুরী  ১৯৯০ সালে অমলেশ ত্রিপাঠী তার ‘স্বাধীনতা আন্দোলন এবং কংগ্রেসের ইতিহাস’ বইয়ের ভূমিকায় লিখেছেন, ‘’আজকের কংগ্রেসের কাছে অতীতের সাফল্য উজ্জবলতার কোনও গুরুত্ব নেই। কারণ দীর্ঘায়িত জীবনের সত্য কি? এটাই একটা জাতি রাষ্ট্রের ক্ষেত্রে সহায়ক হয় মুক্ত বিশ্বের মুখোমুখি হতে।‘’ ৩০ বছর আগে লেখা। তারই প্রতিধ্বনি আবার শুনতে পেলাম সম্প্রতি। প্রশ্নটার জন্য প্রস্তুত হয়েই এসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গাঁধি। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে চিকাগো বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক দীপেশ চক্রবর্তীর সঙ্গে অনলাইনে একটি মতবিনিময় আলোচনাসভা ছিল রাহুলের। সঙ্গে চিকাগো বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও ছিলেন। ভারতের বর্তমান রাজনীতি নিয়ে রাহুল গাঁধির কাছ থেকে শোনার জন্য। প্রাথমিক প্রশ্নটা ছিল ‘আপনি কেন রাজনীতিতে এলেন’? এই প্রশ্নের উত্তরে রাহুল গাঁধি নিজের পছন্দের বিষয় হিসেবে কংগ্রেসের রাজনীতির কথা বলেন। উল্লেখ করেন গত কয়েক বছরে দেশের রাজনৈতিক টালমাটাল পরিস্থিতির প্রসঙ্গ। রাহুল জানান তিনি মাত্র ১৫ বছর রাজনীতিতে এসেছেন। তার আগে তিনি রাজনীতির জন্য প্রস্তুতি নিয়েছেন। এরপরেই ইতিহাসবিদ দীপেশ চক্রবর্তী বিতর্কিত এবং বহুবা

কৃষক আন্দোলনের সমর্থনে বিদেশে প্রতিবাদের ঝড়

Image
দীপেন্দু চৌধুরী ভারত নামক দেশটি বর্তমানে যে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে তাঁরা কি ‘জাতীয়তাবাদ’-র গরিমায় বহ্নিমান থাকবেন? এবং ‘আত্মনির্ভর ভারত’-নামক স্লোগানের শক্তিতে আন্তর্জাতিক ‘সৌজন্য’ ভুলে যাবেন, ঠিক করেছেন? রাষ্ট্রসংঘ নামক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতার বিষয়ে কেন্দ্র উদাসীন থাকতে চাইছে? প্রসঙ্গ এসে গেল সম্প্রতি একটি টুইট বার্তাকে কেন্দ্র করে। কৃষ্ণাঙ্গ একটি মেয়ে ভারতে কৃষক আন্দোলনের সমর্থনে টুইট করেছিলেন, ‘কেন আমরা এ বিষয়ে কথা বলছি না!’ প্রায় ৭৫ দিন ধরে চলা তিন কালা আইন বাতিলের দাবিতে ভারতের কৃষকরা দিল্লির সীমান্তে বিক্ষোভ করছে। সেই আন্দোলনের সমর্থনে আমেরিকার পপ তারকা রোব্যান রিহানা ফেন্টি ওরফে রিহানা টুইটটি করেন। কৃষকদের সমর্থনে টুইট করা বিদেশী তারকাদের হুশিয়ারি দিয়ে সতর্ক করতে চাইল ভারত সরকার। বিষয়টি ‘ভারতের একান্ত অভ্যন্তরীণ’ দাবি করে ভারত সরকার আন্তর্জাতিক ব্যক্তিত্ব এবং তারকাদের ‘বহিরাগত’ বলে দেগে দিতে চাইল।        না এখানেই থামল না, অসহিষ্ণু ভারত সরকারের অদৃশ্য অঙ্গুলি হেলনে নামিয়ে দেওয়া হল একঝাঁক বলিউডের চিত্র তারকাকে। ভারত সরকারের অনুগ্রহপ্রার্থী বশংবদ দুই চ

অক্টোবর-নভেম্বর মাস পর্যন্ত আমরাও বসে থাকব। গ্রীষ্মবর্ষায় টানা আন্দোলন চলবেঃ রাকেশ টিকায়েত

Image
  দীপেন্দু চৌধুরী সারা ভারত হাড় কাঁপুনি ঠাণ্ডায় কাঁপছে? কৃষক মহা পঞ্চায়েতের পর কৃষকের গর্জনে নতুন করে কাঁপছে দিল্লির গাজিপুর সীমান্ত। এই লেখা যখন লিখতে বসেছি সেদিন ছিল পয়লা ফেব্রুয়ারি। ফেসবুকে একটি পোস্ট দেখলাম। জয় কিসান আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদবের। তিনি লিখছেন, ১ ফেব্রুয়ারি সকালে রোহতক গামী ফিরোজপুর মুম্বাই পঞ্জাব মেল ঘুরিয়ে দেওয়া হয় বেওয়ারির দিকে। যাতে ১০০০ কৃষক দিল্লি পৌঁছতে না পারে। ২ ফেব্রুয়ারি এনডিটিভি ইন্ডিয়ায় দেখলাম দিল্লি-গাজিপুর সীমানা ‘সিল’ করে দিয়েছে পুলিশ । এই সময় কেউ মনে করলে বাংলাদেশ বা পাকিস্তান সীমান্ত দিয়ে বৈধ কাগজ নিয়ে যাতায়াত করতে পারবে। কিন্তু গাজিয়াবাদ যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ। আন্দোলনের রাশ নিয়ন্ত্রণ করতে পুলিশ রেল গার্ড দিয়ে অস্থায়ীভাবে রাস্তা বন্ধ রাখে । সেই ব্যবস্থা যেমন আছে পাশাপাশি লোহার রেল গার্ডের উপরে দুটো স্তরে তার কাঁটার বেড়া চাপিয়ে দেওয়া হয়েছে। যেমনটা প্রতিবেশি দেশের সীমানায় থাকে। গাজিপুর সীমানায় এবং কোথাও কোথাও সিমেন্টের কংক্রীট দেওয়াল তোলা হয়েছে। লোহার বিশাল ব্যারিকেড দিয়ে গড়ে তোলা দুর্ভেদ্য প্রাচীর। ভিন রাজ্যের কৃষকরা যাতে ধর্নাস্থলে ঢুকতে ন