পদ্মাসেতুর অর্থনীতি ও বাংলাদেশ


 দীপেন্দু চৌধুরী

সময়ের কাছ থেকে যদি কিছু নিতে চায় বিহ্বল মানুষ

পাখি ও নির্ঝর প্রীতি সংস্কৃতির থেকে চেয়ে নিক

ঘাসের তরঙ্গ-রোদ-বেঁচে থাকা......

জীবনানন্দ দাশ

বক্সিগঞ্জের পদ্মাপারে আজও বংশীবদন গরুর গাড়ি চালায় কিনা জানা নেই অবিভক্ত বাংলার গ্রাম নিয়ে কবিতা লিখেছিলেন রবী ঠাকুর  দেশভাগ এক আকাশের নিচে অখন্ড আবেগঘন সম্প্রীতির বাংলার সীমানা আলাদা করে দিয়েছিল জাত-ধর্ম, সম্প্রদায়ের আগলে চিহ্নিত করে নতুন করে নামকরণ হয়েছিল পূর্ববঙ্গের ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর একটি নতুন এবং দরিদ্রতম রাষ্ট্র হিসেবে জন্ম হয় বাংলাদেশের নদীমাতৃক স্বাধীন বাংলাদেশে আজও যেমন গ্রাম আছে গরুর গাড়িও আছে মুজতবা আলীর রসিককুট্টিরিক্সাচালকরা ঢাকা শহরে আজও রিক্সা চালায়  ঢাকার রাস্তায় নিয়ন আলো, বহুতল অভিজাত বাড়ি, প্রয়ঃপ্রণালী ব্যবস্থা, এক অর্থে সার্বিক পরিকাঠামো আর উত্তর আধুনিক সভ্যতার মানদন্ডে আজ সেই শহর আন্তর্জাতিক

১৯৭১ সালে স্বাধীনতার পরে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কাঠামোগত সংস্কারের প্রয়োজন হয় একটি দরিদ্র দেশে গড়ে উঠল রপ্তানি এলাকা বা এক্সপোর্ট প্রসেসিং জোন রপ্তানি অভিমুখী পোশাক কারখানাগুলি ধীরে ধীরে হয়ে উঠল বঙ্গবন্ধুর হাতে গড়ে তোলা দেশের উৎপাদনের প্রধান দিক বাংলাদেশের উন্নয়ন প্রসঙ্গে আলোচনায় গ্রামীন ব্যাঙ্ক এবং ক্ষুদ্রঋণ এই দু’টি বিষয় আসবেই এই ক্ষেত্রে সাফল্য যেমন আছে ব্যর্থতাও আছে বাংলাদেশের উন্নয়নের আদর্শ পথ হিসাবে দাবি করা হয়ে থাকেগরিববন্ধুএনজিও এবং ক্ষুদ্রঋণ সংস্থার উদ্যোগগুলিকে কিন্তু বাংলাদেশ সরকারের ২০১১-২০১২ আর্থিক বছরে করা সমীক্ষার রিপোর্ট অন্য কথা বলছেআইএফপিআরআই-ইউএসএইড বাংলাদেশ ইন্টিগ্রেটেড হাউসহোল্ড সার্ভেশিরোনামে ২০১৩ সালে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টের তথ্য বলছে, গ্রামীন বাংলাদেশের ৫৭ শতাংশ গৃহস্থালি ভূমিহীন, গ্রামীন জনসংখ্যার ৮২ শতাংশকেই সম্পদ দরিদ্র বলা চলে এই রিপোর্ট প্রকাশের পরে আরও দশ বছর কেতে গিয়েছে। বাংলাদেশ আরও স্বনির্ভর।

বাংলাদেশ সরকারের এক গুরুত্বপূর্ণ মন্ত্রী সম্প্রতি কলকাতায় ওয়ার্ল্ড ব্যঙ্ক, বাংলাদেশ শাখার তথ্য উল্লেখ করে দাবি করেছেন, উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে তাঁদের দেশের অত্যন্ত ভালো রেকর্ড আছে পদ্মাসেতু শতাংশ জিডিপি ইতিমধ্যেই বাড়িয়েছে বলে সরকারের দাবি সারা বিশ্বে আর্থিক উন্নয়নের অনিশ্চয়তার নিরিখে বাংলাদেশ এগিয়ে আছে শক্ত সবল পরিশ্রমী ভৌগলিক মানচিত্রের নদীমাতৃক দেশের ডিভিডেন্ট বেড়েছে গত কয়কে বছরে বাণিজ্যিক লাভ্যাংশ অত্যন্ত উল্লেখযোগ্য ভাবে বেড়েছে এই ক্ষেত্রে ক্ষুদ্র কুটির শিল্পের পরিকাঠামো দ্রুত আর্থিক উন্নয়নের সহায়ক হচ্ছে বলে মনে করেন বাংলদেশের অর্থনীতিবিদরা

গত দুদশকের রেকর্ড এমনটাই দাবি করছে কোভিড-১৯ প্যানডেমিকের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ ২০২১-২২ আর্থিক বছরে আগের অবস্থানে ফিরে আসছে মুক্তিযুদ্ধের পরে ১৯৭১ সালে দরিদ্রতম দেশ হিসেবে সারা বিশ্বে যে দেশ বিবেচিত হত সেই অবস্থান থেকে বাংলাদেশ ২০১৫ সালে নিম্নমধ্যবিত্ত শ্রেণির দেশে উঠে আসতে পেরেছে রাষ্ট্রসংঘেরলিস্ট ডেভেলপড কান্ট্রিস’(এলডিসি) ২০২৬ তালিকাভুক্ত হতে পেরেছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের স্বপ্নের দেশ ১৯৯১ সালে বাংলাদেশের ৪৩. শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে ছিল ২০১৬ সালে হিসেবটা বদলে গেছে সে দেশের উন্নয়ন সাহায্য করেছে মানুষের আয় বৃদ্ধিতে ২০১৬ সালে উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দাবিদার বাংলাদেশের দারিদ্রের শতাংশ ১৪. এই হিসাবের ভিত্তি হছে আন্তর্জাতিক পভার্টি লাইন অর্থাৎ যে দেশের মানুষ প্রতিদিন ন্যুনপক্ষে .৯০ ডলার আয় করতে পারে এই পরিসংখ্যান তৈরি করতে সাহায্য করেছে ২০১১ সালেরপারচেজিং পাওয়ার প্যরটি এক্সচেঞ্জ রেট

মানব উন্নয়ন বাংলাদেশের সার্বিক উন্নয়নে সব থেকে সাহায্য করেছে এতদসত্বেও বাংলাদেশ বিশ্বায়িত অর্থনৈতিক চ্যালেঞ্জের সামনে পড়েছে যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ২০২১-২২ সালের আর্থিক বছরের অর্ধভাগে ঘাটতি বেড়েছে আন্তর্জাতিক মুদ্রা বিনিময়েও দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে তার ফলে ওই আর্থিক বছরের অগস্ট মাসে ৩৮. বিলিয়ন পৌঁছায় বিদেশী মুদ্রার ভান্ডার আমদানী-রফতানি ব্যবসা কম হওয়ার কারণে ২০২২-২৩ আর্থিক বছরে জিডিপি গ্রোথ কম হবে বলে মনে করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদরাসমাজ বিঞ্জানীরা মনে করছেন, সব সাময়িক দুর্বলতা সত্বেও ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যবিত্তদের দেশ হিসেবে স্বীকৃতি আদায় করে নেবে


 বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশের ক্ষেত্রে প্রভাবশালী ভূমিকা নিতে চাইছে একটি উজ্জ্বল উদাহারণ,গতবছর নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত মিশরের শর্ম-এলশেখ শহরে সিওপি২৭ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের ভূমিকা ওই সম্মেলনেলস ড্যামেজ ফেসিলিটির জন্য ভারত এবং চিনের সঙ্গে দাবি তোলে বাংলাদেশ এবং উন্নত রাষ্ট্রের সঙ্গে লড়াই করে এই খাতে নিজেদের হকের প্রাপ্য আদায় করে এনেছে গত বছরের ২৯ অক্টোবর কলকাতা প্রেসক্লাবেবাংলাদেশের উন্নয়নবিষয়ক একটি মতবিনিময় সভায় বাংলাদেশের তথ্য সম্প্রচারমন্ত্রী . হাছান মাহমুদ বলেছিলেন,‘’জলবায়ু পরিবর্তনের প্রভাব ভারত-বাংলাদেশ দুটি দেশেই পড়েছে বিশেষত সুন্দরবন অঞ্চলে‘’ এই প্রসঙ্গে আমরা মনে করতে পারি বাংলাদেশের বিদ্ধংসী ঘূর্ণি ঝড় সিত্রাং- কথা ওই ঝড়ের ক্ষয়ক্ষতির উল্লেখ করে বাংলাদেশের মানুষের দুর্দশার কথা তথ্য সম্প্রচারমন্ত্রী সেদিন জানিয়েছিলেন এবং বলেছিলেন, কোপ২৬- মতই সিওপি২৭ জলবায়ু সম্মেলনেও বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের সঙ্গেলস অ্যান্ড ড্যামেজ ফ্যাসিলিটি’- প্রস্তাব তুলবে

জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে যে উন্নয়ন হয়েছে সেটা ব্যতিক্রমী বলে অনেকেই মনে করেন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সামাজিক ভাবে উন্নত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাইছে সমস্ত বিশ্বে নতুন আঙ্গিকে আলোচনা হচ্ছে, অর্থনীতি আর জনকল্যাণের ভারসাম্য রাখার বিষয়ে আওয়ামী লীগ নেতৃত্ব তথা সরকারের বক্তব্যের সমর্থন পাওয়া যাচ্ছে মুজিব-কন্যা শেখ হাসিনার বক্তব্যে গত বছরের ২৪ জুন পদ্মা সেতু উদ্বোধন করে হাসিনা ঘোষণা করেছেন, আগামী ২০ বছরের মধ্যে, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র বাডেভেলপড নেশনহয়ে উঠবে পদ্মা নদীর সেতু সেই উন্নয়নের অন্যতম সহায়তার মাধ্যম হয়ে উঠবে এমনটা আশা করা যায়

কিন্তু এর পরেও প্রশ্ন থেকে যাচ্ছে। বাংলাদেশে চলতি বছরে নির্বাচন আছে। ইতিমধ্যেই সে দেশের মৌলবাদী শক্তি নতুন করে সক্রিয়। পাশাপাশি রয়েছে পশ্চিমের দু’একটি দেশের অর্থনৈতিক প্রভাব। এবং পূর্ব এশিয়ার একটি বৃহৎ শক্তির দেশের প্রভাবও গত এক দশকে ব্যপকভাবে বেড়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উদার আবহাওয়া রয়েছে, বিদেশি শক্তির প্রভাবে বাংলাদেশ আবার মৌলবাদীদের মৃগয়াক্ষেত্র হয়ে উঠবেনাতো? বাংলাদেশ নির্বাচনের আগে সেপ্টেম্বরে জি ২০ সম্মেলন উপলক্ষে ভারতে আসছেন সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন মুজিবকন্যা। সেই বৈঠকে বন্ধু দেশ হিসাবে ভারত কূটনৈতিক ভাবে ওই দেশগুলির সঙ্গে কথা বলুক এই অনুরোধ করতে পারেন   বাংলাদেশের প্রধানমন্ত্রী। ঢাকার যুক্তি, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নেতৃত্ব ভারতের হাতে, তাই পশ্চিমের কাছে নয়াদিল্লির বক্তব্যের গুরুত্ব অনেক অনেক বেশি।      

 

Comments

Popular posts from this blog

দু’জন বাঙালি বিঞ্জানীর গণিতিক পদার্থ বিঞ্জানে বিশ্ব বিখ্যাত আবিষ্কার

‘ইউনিভার্সাল রিলিজিয়ন’ ও ভারতীয় সাধারণতন্ত্র

লোকসভা অধিবেশন শুরুর পরেই কি ধর্মঘট প্রত্যাহার?