মেঘঝর্ণা


দীপেন্দু চৌধুরী: 

তোমার পূর্ণ প্রেম, প্রশ্রয় চাহনি—
শীত শেষের বাসন্তী শাড়ি,
লাল মাটির নীরব সোনালী রোদ,
আজ আবার মনে পড়ে,
ন্যায়-অন্যায়ের বেড়া ভাঙ্গা—
দোয়াত-কলমের অলস সংসারে।
আগত বসন্তের ঝরা পাতা বয়ে আনে  
বিগত বসন্তের সবুজ প্রেমের ধ্রুবপদ।
সংসারে অপূর্ণ বোধ শেষে—
আজ তুমি সম্পূর্ণা, মেঘঝর্ণা, 
সারস্বত সাধনায় মুক্তি পেলে—  
ভালোবাসার অহংকারে!      

Comments

Popular posts from this blog

দু’জন বাঙালি বিঞ্জানীর গণিতিক পদার্থ বিঞ্জানে বিশ্ব বিখ্যাত আবিষ্কার

‘ইউনিভার্সাল রিলিজিয়ন’ ও ভারতীয় সাধারণতন্ত্র

লোকসভা অধিবেশন শুরুর পরেই কি ধর্মঘট প্রত্যাহার?